হোম > ছাপা সংস্করণ

লরিতে উঠতে গিয়ে চালকের সহকারী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পুবাইল আমতলি এলাকায় ঢাকা বাইপাস সড়কে লরিতে ওঠার সময় চাকার নিচে পড়ে এর চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইয়ামিন (২২)। তিনি ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। আটক চালকের নাম আ. রহিম। তিনি একই উপজেলার বড় সামাইয়া এলাকার আ. গনির ছেলে। নিহত সহকারী ও চালক সম্পর্কে শ্যালক-দুলাভাই।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোমবার সকালে চট্টগ্রাম থেকে লরিটিতে গার্মেন্টস পণ্য বোঝাই করে ঢাকা-বাইপাস সড়ক দিয়ে সাভারের দিকে যাচ্ছিল। পথে গাজীপুর মহানগরীর কাঞ্চন-ভোগড়া সড়কের পুবাইলের আমতলী এলাকায় পৌঁছালে সড়কে যানজটে পড়ে। এ সময় গাড়ি কিছুটা ধীরগতিতে চলছিল। তখন ইয়ামিন জরুরি প্রয়োজনে লরি থেকে নিচে নামেন।

ওসি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জরুরি কাজ শেষে এবং সড়কে যানজট কমে এলে ইয়ামিন ধীরগতিতে চলা লরিতে দৌড়ে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি লরিতে উঠতে না পেরে নিচে পড়ে যান। পরে লরিটির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ইয়ামিন।

মহিদুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইয়ামিনের লাশ উদ্ধার করা হয়েছে। লরিটি জব্দ এবং এর চালক আ. রহিমকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ