দিনাজপুর প্রতিনিধি
এনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
গতকাল সোমবার বেলা ১১টায় শহরের নিমতলা প্রেসক্লাবের সামনে অধ্যাপক মো. মঞ্জরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ আলহাজ রেজিনা ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকসেদ আলী মঙ্গলিয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. আব্দুর রহিম প্রমুখ।