নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে পুকুর থেকে বেলাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর স্লুইসগেট এলাকার মোখলেসুর রহমান সমাজের আনিস মোল্লার পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। বেলাল উদ্দিন এই এলাকার মৃত আনিস মোল্লার বড় ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
বেলালের পরিবার জানায়, বেলাল উদ্দিনের সঙ্গে কারও কোনো দিন মনোমালিন্য হয়নি। বাড়িতেও সবার সঙ্গে হাসিখুশি থাকতেন। রাতে কখন তিনি বাইরে গেছেন, তা বাড়ির কেউ টের পাননি।
স্থানীয় চরক্লার্ক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার বলেন, দুপুরের দিকে এলাকার এক কৃষক গরুর ঘাস আনতে গিয়ে পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য যান। এ সময় হঠাৎ তিনি দেখতে পান, এক ব্যক্তির নিথর দেহ পানিতে ভাসছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ পুকুর থেকে তীরে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন চরজব্বার থানার পুলিশ।
জানতে চাইলে চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।