আত্মপরিচয় ও দেশবিহীন শরণার্থীদের গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘রিফিউজি’ মুক্তি পাচ্ছে ১০ জুন। হইচইয়ের প্রযোজনায় সিরিজটি নির্মাণ করেছেন ইমতিয়াজ সজীব। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ।
সিরিজটির টিজার প্রকাশ হয়েছে। টিজারে দেখা যায়, ২০০৭ সালের ঢাকার একটি কাহিনি তুলে আনা হয়েছে। আফজাল হোসেনকে খুঁজতে একটি শরণার্থী শিবিরে যায় পুলিশ। পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আফজাল হোসেনের চরিত্রটি রহস্যজনক। তিনি কোনো সন্ত্রাসী নাকি ভালো মানুষ—তা জানতে অপেক্ষায় থাকতে হবে দর্শকদের। শরণার্থী শিবিরের এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা মণ্ডল।
হইচইয়ের ফেসবুক পেজে পোস্ট করা টিজারের ক্যাপশনে সিরিজটি নিয়ে বলা হয়েছে, ‘পরিবার, পরিচয়, প্রতিশোধ—অনেক প্রশ্নের এক উত্তর—রিফিউজি।’
টিজারে সোহেল মণ্ডল ও তাঁর সহশিল্পীকে উর্দু ভাষায় কথা বলতে শোনা যায়। এ সম্পর্কে জানতে চাইলে পরিচালক ইমতিয়াজ বলেন, ‘এটা বাংলাদেশে যাদেরকে আমরা বিহারি বলি, তাদের ভাষা।’