হোম > ছাপা সংস্করণ

মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে কলেজছাত্র আবদুল্লাহ আল মামুনের (২৫) খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে।

গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বাজার এলাকায় ওই মানববন্ধনের আয়োজন করে এলাকার সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, নিহত মামুনের চাচা সাবেক ইউপি সদস্য নাছির আহম্মদ, মো. শাহাবউদ্দিন ও নিহতের মা মামলার বাদী রাজু বেগমসহ স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য দেন।

এ সময় খুনিদের বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধরা মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। ফলে ওই মহাসড়কের চলাচলরত শত শত যানবাহন আটকা পড়ে হাজার হাজার যাত্রী সাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়।

গত ২১ আগস্ট সকালে মির্জাপুর ইউনিয়নের চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের সরকারহাট রেলস্টেশন এলাকার মরা ছড়ার পাশে ধান খেত থেকে কলেজছাত্র মামুনের মরদেহ পুলিশ উদ্ধার করেছিল। মামুন ওই ইউনিয়নের মইগ্যার হার্টের পশ্চিমে মামেন শাহ বাড়ির মৃত মহিউদ্দিন কন্ট্রাক্টরের মেজ ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা রাজু বেগমের দায়ের করা মামলায় সন্দেহজনকভাবে গ্রেপ্তারকৃত তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চলতি বছরের ৫ সেপ্টেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক জয়ন্তী রাণী রায় এ রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আজিজুল আমিন প্রকাশ সরফরাজ (২৬), ইমতিয়াজ হাসেন (২৫) এবং আবদুল শুক্কুর (৩২)।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ