হোম > ছাপা সংস্করণ

বিজয় দিবসে বিএসএফ-বিজিবির যৌথ প্যারেড

পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রতিনিধি

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদ্‌যাপনকে স্মরণীয় করার লক্ষ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে যৌথ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাবান্ধা জিরো পয়েন্টে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ও বিএসএফ ১৭৬ ব্যাটালিয়নের যৌথ আয়োজনে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

যৌথ প্যারেড দেখতে দুই দেশের মানুষ জড়ো হয়। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এই প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি রংপুর উত্তর-পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান ও নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার রাভি গান্ধী।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার এস এম আজাদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী, বিএসএফ শিলিগুড়ি সেক্টরের ডিআইজি শ্রী পরশু রাম, কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি এম আর মজুমদার প্রমুখ।

শুরুতে দুই দেশের অতিথিদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে যৌথ প্যারেড শুরু হয়। স্মারকচিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজিবির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ