নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
নড়িয়া উপজেলার ঘড়িষার বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। গত সোমবার এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। ক্ষতিগ্রস্ত ২১ জনকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ২৩ হাজার ৫০০ করে টাকা দেন উপমন্ত্রী।
শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সহসভাপতি ওহাব ব্যাপারী প্রমুখ।