গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে নির্মাতা নূরুল আলম আতিকের সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। সিনেমাটি এখনো দেখানো হচ্ছে দেশের বিভিন্ন উৎসবে। বিদেশেও মুক্তির প্রক্রিয়া চলছে। ‘লাল মোরগের ঝুঁটি’র পর এবার ওয়েব সিরিজের কাজে হাত দিয়েছেন নির্মাতা নূরুল আলম আতিক। নাম ‘আষাঢ়ে গল্প’। এ ওয়েব সিরিজে পাঁচটি ভিন্ন গল্প এক মোড়কে হাজির করছেন নির্মাতা।
‘আষাঢ়ে গল্প’ সিরিজের পাঁচ গল্পের একটির নাম ‘মাছে ভাতে বাঙালি’। এ গল্পে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর ও সাবিলা নূর। এই প্রথম আসাদুজ্জামান নূরের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন সাবিলা। তাই ভীষণ উচ্ছ্বসিত অভিনেত্রী।
গত শুক্রবার সকালে আসাদুজ্জামান নূরের বাসায় হাজির হয়েছিলেন সিরিজটির নির্মাতা আতিক, অভিনেত্রী সাবিলা নূর, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সংশ্লিষ্ট কয়েকজন। উদ্দেশ্য ছিল—একসঙ্গে চিত্রনাট্য পড়া। সেখান থেকে ফিরে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘পাঁচটি গল্পের মধ্যে এরই মধ্যে তিনটির শুটিং শেষ। বাকি দুটি গল্পের শুটিং হবে শিগগিরই।’
জানা গেছে, ‘আষাঢ়ে গল্প’ ওয়েব সিরিজটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।