কুমিল্লা নগরীর ধর্মসাগর দিঘিতে বড়শিতে ধরা পড়ল ২৯ কেজি ৪০০ গ্রাম ওজনের ব্ল্যাক কার্প মাছ। যা এ পর্যন্ত এই দিঘিতে ধরা পড়া সবচেয়ে বড় মাছ।
খবর পেয়ে মাছটি দেখতে আসেন স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। পরে তাঁকে মাছটি উপহার দেওয়া হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপনের বড়শিতে মাছটি ধরা পড়ে। তিনি ধর্মসাগরের ইজারাদারদের একজন। শখের বসে তিনি বড়শি পেতেছিলেন।
ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপন বলেন, ‘আমি বড়শি নিয়ে বসেছি বিকেল ৫টায়। রাত ৮টায় মাছটি বড়শিতে ধরা পড়ে। প্রায় ৪০ মিনিট মাছটি পানিতে ছিল। পরে নেটিং করে ওপরে তুলেছি। মাছটি আমাদের প্রিয় সাংসদ আ ক ম বাহার উদ্দিনকে উপহার দিয়েছি।’
খবর পেয়ে মাছটি দেখতে ধর্মসাগরপাড় যান কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় তিনি বলেন, ‘ধর্মসাগরে বড় মাছের ঐতিহ্য এখনো টিকে রয়েছে। এসব বড় মাছ নদীতে পাওয়া যায়। তবে দিঘিতে এত বড় মাছ বিরল ঘটনা।’
এদিকে নগরীতে লোকমুখে মাছটির ওজন ৫০ কেজি থেকে দুই মণ পর্যন্ত ছড়িয়ে পড়ে।