মাসের শুরুতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় কোনো মৃত্যু হয়নি। আক্রান্তের হারও কম। এর আগে গত অক্টোবর মাসের ২৭ তারিখেও মেডিকেলে করোনায় কারওর মৃত্যু হয়নি। অক্টোবরে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে মোট ১০৭ জনের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের করোনা ওয়ার্ডের মুখপাত্র মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে নতুন ৯ জনসহ ৫৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে দুজন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ১২৫টি নমুনা পরীক্ষায় দুজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮১ জন। আর সুস্থ হয়েছেন ২১ হাজার ৫২১ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়।