বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৫৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে এই জাটকা উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের দপদপিয়া সেতুসংলগ্ন রাস্তায় একটি ট্রাক থেকে এই বিপুল পরিমাণ জাটকা জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান জানান, গোপন সংবাদে জানতে পারেন কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে জাটকা আসছে। তখন বরিশালের দপদপিয়া সেতুর টোলঘরের সামনে অভিযান চালান বরিশাল কোস্টগার্ডের সদস্যরা। এ সময় একটি ট্রাক থেকে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫৫ মণ জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে মাছগুলো বরিশাল ডিসিঘাটে নিয়ে আসা হয়। জব্দকৃত জাটকা ইলিশ বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও ভাটারখাল বস্তির মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান লে. এস এম তাহসিন রহমান।