হোম > ছাপা সংস্করণ

প্রার্থী বদল চেয়ে বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার মাঝি পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বোড়াগাড়ি ইউনিয়নবাসীর ব্যানারে গত রোববার বিকেলে বোড়াগাড়ি বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

এতে অংশ নিয়ে বক্তারা ইউপি নির্বাচনে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন নূরু, আইবুল ইসলাম, বিনয় চন্দ্র রায়, হরিহর রায়, শাহজাহান ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সদস্য প্রভাষক ইমরান হোসেন।

এতে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করে বলেন, বোড়াগাড়ি ইউপিতে নৌকা প্রতীক দেওয়া হয়েছে জেবুন্নেছা আখতারকে। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের স্ত্রী। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ইউনিয়নের জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে স্ত্রীর নামে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার বন্দোবস্ত করেছেন তোফায়েল আহমেদ। দলের ত্যাগী ও পরীক্ষিত রাজনীতিবিদদের বাদ দিয়ে একটি বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না বলে মত দেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সম্প্রতি বিভিন্ন ইউপিতে যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছেন। এর মূল কারণই হচ্ছে প্রার্থী বাছাইয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া।’

যদি প্রার্থী পরিবর্তন করা না হয় তবে বোড়াগাড়ি ইউপিতেও নৌকার ভরাডুবি হবে বলে মন্তব্য তাঁদের।

মনোনয়নবঞ্চিত আমিনুল ইসলাম রিমুন বলেন, ‘আমি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যাব না। দল যাকে যোগ্য মনে করেছে তাকে নৌকা প্রতীক দিয়েছে। সাধারণ মানুষ নিজ উদ্যোগে আমার জন্য মানববন্ধন করছে বিক্ষোভ করছে। তাঁরা আমাকে চেয়ারম্যান দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায়।’

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, ‘ আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য না। কারণ মনোনয়ন দেওয়ার সর্বময় ক্ষমতার অধিকারী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাকে যোগ্য মনে করেছেন তাঁকেই নৌকা প্রতীক দিয়েছেন।’

তোফায়েল আহমেদ আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে স্ত্রীকে নৌকা প্রতীকের প্রার্থী করতে আমি কাজ করেছি এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না।’ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কিছু করবে না এবং নৌকাকে বিজয়ী করতে সবাই নিরলসভাবে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ