হোম > ছাপা সংস্করণ

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি প্রথম পত্র

২০২১ সালের এইচএসসি

পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন।

১। বাণিজ্যিক ভিত্তিতে যেসব এলাকায় কলা চাষ করা হয়–

i. নরসিংদী ii. কুষ্টিয়া

iii. কুমিল্লা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

২। শ্রমশক্তি জরিপ ২০১৬-১৭ অনুযায়ী, বাংলাদেশে মোট কর্মে নিয়োজিতদের মধ্যে কত শতাংশ আত্মকর্মসংস্থানে নিয়োজিত?

ক) ৩৩.৪ খ) ৪৪.৩

গ) ৫৩.৪ ঘ) ৬৪.৯

৩। যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়। উক্তিটি কার?

ক) অর্থনীতিবিদ ফ্রেসার

খ) অধ্যাপক মিলওয়ার্ড

গ) অধ্যাপক মার্শাল

ঘ) জে বি ক্লার্ক

৪। ভূমি উৎপাদনের একটি আদি উপাদান। যার বৈশিষ্ট্য হলো–

i. উৎপাদন ব্যয় নেই

ii. সক্রিয় উপাদান

iii. জোগান সীমাবদ্ধ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

‘X’ নামক দেশটির ২০১৫ সালে জনসংখ্যা ছিল ২০ কোটি। দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ও জীবনযাত্রার মান উন্নত থাকায় ওই বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮০ লাখ লোক এসেছে এবং বিভিন্ন দেশের উন্নয়নে সহযোগিতার জন্য এ দেশ থেকে ১০ লাখ লোক বিভিন্ন দেশে গেছে।

৫। উদ্দীপক অনুযায়ী ‘X’ দেশটির নিট অভিবাসনের হার কত?

ক) ৭০ লাখ জন

খ) ৪০ লাখ জন

গ) ৪০ জন ঘ) ৩৫ জন

৬৷ অভিবাসনের দিক থেকে ওই দেশের মতো বিশ্বে শীর্ষে অবস্থানকারী দেশ হলো–

i. রাশিয়া ii. চীন

iii. জার্মানি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৭। মাত্রাগত উৎপাদন কত প্রকার?

ক) দুই খ) তিন

গ) চার ঘ) পাঁচ

৮। অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?

ক) চাহিদা সৃষ্টি

খ) নতুন দ্রব্য সৃষ্টি

গ) উপযোগ সৃষ্টি

ঘ) আয় সৃষ্টি

৯। যখন AC সর্বনিম্ন হয়, তখন–

ক) AC > MC হয়

খ) AC AVC

iii. P = AC

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) ii, iii

গ) i, iii ঘ) i, ii ও iii

২১। কোন বাজারে ফার্ম ও শিল্প একই?

ক) পূর্ণ প্রতিযোগিতামূলক

খ) মুদ্রা বাজার

গ) মূলধন বাজার

ঘ) একচেটিয়া

২৩। অর্থনীতিতে চাহিদা বলতে কয়টি বৈশিষ্ট্যকে নির্দেশ করে?

(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি

২৫। মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তার প্রত্যাশা কী হয়?

ক) বাড়ে খ) কমে

গ) অপরিবর্তিত থাকে

ঘ) উৎপাদন বন্ধ করে

লেখক: মোহাম্মদ ফখরুল আলম

সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ