বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চার সদস্যের একটি প্রতিনিধিদল রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। চারুকলা ও সংগীত বিভাগ অনুমোদনের লক্ষ্যে গতকাল সোমবার বেলা ১০টায় পরিদর্শনে যায় প্রতিনিধি দলটি।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সুশান্ত কুমার অধিকারী। প্রতিনিধি দলে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপপরিচালক মোহা. রোকনুজামান, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. ইউসুফ আলী খান, ইউজিসির সহকারী সচিব প্রবীর চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল ক্যাম্পাস ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহজাহান আলী, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।