হোম > ছাপা সংস্করণ

আটপাড়ায় সারের দাম বেশি, বিপাকে কৃষক

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়া উপজেলায় চলতি বোরো মৌসুমের শুরু থেকেই কৃষকদের জিম্মি করে বাড়তি দামে সার বিক্রি করছেন ডিলাররা। বেশি দামে সার কিনতে গিয়ে কৃষকেরা বিপাকে পড়ছেন।

অভিযোগ রয়েছে, বাড়তি দাম নেওয়ার প্রতিবাদ করলে কৃষকদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। বাধ্য হয়েই অতিরিক্ত দামে সার কিনছেন কৃষকেরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বললে তাঁরা আক্ষেপ করে বলেন, এমনিতে ডিজেলের দাম বেড়েছে। এতে বোরো চাষে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। তার ওপর বাড়তি দামে সার কেনায় চাষের খরচ আরও বেড়ে যাচ্ছে।

কয়েকজন কৃষক অভিযোগ করেন, সরকার প্রতি কেজি টিএসপি ২২ টাকা, ডিএপি ১৬ টাকা ও পটাশ ১৫ টাকা কেজি দরে বিক্রি করার কথা। কিন্তু কোনো ডিলারই এই দামে সার বিক্রি করছেন না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারির অভাবেই ডিলাররা বেশি দামে সার বিক্রির সাহস পাচ্ছেন বলে মনে অভিযোগ কৃষকদের। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।

উপজেলার বানিয়াজান গ্রামের কৃষক রাসেল খান বলেন, ‘সারের দাম এবার অনেক বেশি। বাংলা ডিএপি কিনতে হচ্ছে ৩৬ টাকা কেজি দরে। যা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। এত দাম দিয়ে সার কিনলে ফসল ফলাতে পারব না। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।’

আটপাড়া উপজেলায় ৯টি সারের ডিলার পয়েন্ট রয়েছে। ডিলারদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, সরকার নির্ধারিত মূল্যেই সার বিক্রি করা হচ্ছে। কারও কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘সার বিক্রিতে দাম বেশি নেওয়ার সুযোগ নেই। আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। তারপরও যদি কেউ বেশি দামে সার বিক্রি করার লিখিত অভিযোগ করেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ডিলারদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা সুলতানা বলেন, উপজেলা কৃষি অফিসের সমন্বয়ে মনিটরিং টিমের মাধ্যমে তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ