দেশের বিভিন্ন ব্যাংকের ঋণ প্রদানের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কড়াকড়ি শর্ত আরোপ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের ফান্ডেড ও নন-ফান্ডেড ঋণের সীমা নির্ধারণ করে দিয়ে গতকাল রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, একক ব্যক্তি বা গ্রুপকে কোনো ব্যাংক ফান্ডেড ও নন-ফান্ডেড মিলিয়ে ৩৫ শতাংশের স্থলে এখন থেকে ২৫ শতাংশ ঋণ দিতে পারবে। আর ব্যাংকের মূলধনের ৪০০ শতাংশের মধ্যে এক্সপোজার ঋণের সীমানাও বেঁধে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বিভিন্ন ধরনের বড় ঋণের সীমার প্রকৃতিও উল্লেখ করা হয়। কোনো ব্যাংকের মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের পরিমাণ ৩ শতাংশ বা তার সমান হলে সেই ব্যাংক ৫০ শতাংশ ঋণ বা অগ্রিম দিতে পারবে। খেলাপি ঋণ ৩ শতাংশের বেশি এবং ৫ শতাংশের সমান হলে সেই ব্যাংকের ঋণসীমা ৪৬ শতাংশ হতে পারে। একইভাবে খেলাপি ঋণের পরিমাণ ২০ শতাংশের বেশি হলে ঋণসীমা হবে ৩০ শতাংশ। এ ছাড়াও ব্যাংকগুলোকে কোনো অবস্থায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিভিন্ন ধারার শর্ত ভঙ্গ করে ঋণ দিতে মানা করা হয়েছে।