সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার হাটফুলবাড়ী বাজারে মো. রফিকুল ইসলামের তিনটি মুদি খানার দোকানে চুরির ঘটনা ঘটে। উক্ত মুদিখানা দোকানের তেল, সাবান, সিগারেট, চিনি, ময়দা, ডাল বিভিন্ন ধরনের পণ্যসহ দোকানের প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
সারিয়াকান্দি থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটির তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।