হোম > ছাপা সংস্করণ

সিনেমার নতুন জুটি আদর ও মানসী

চলতি বছর ‘তালাশ’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে আদর আজাদের। তাঁর বিপরীতে ছিলেন শবনম বুবলী। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কেড়েছেন আদর আজাদ। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘লাইভ’ ও ‘যাও পাখি বলো তারে’। দুই সিনেমায়ই নায়িকা ছিলেন মাহিয়া মাহি। এবার আদর জুটি বাঁধতে চলেছেন টিভি নাটকের পরিচিত মুখ মানসী প্রকৃতির সঙ্গে।

সিনেমার নাম ‘অগ্নিশিখা’। সম্প্রতি তাঁরা সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন।

নিটোল প্রেমের গল্পে আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন আরিফুর জামান আরিফ। নতুন সিনেমা নিয়ে আদর আজাদ বলেন, ‘প্রেমের গল্প হলেও নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই গল্প তৈরি হয়েছে। এই সিনেমায় প্রথমবার আমরা একসঙ্গে কাজ করছি। দর্শকদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’এদিকে ‘জল শ্যাওলা’ ও ‘শেষ কথা’ সিনেমা

দুটির মাধ্যমে বড় পর্দায় নিজেকে জানান দিলেও পরে আর তাঁর দেখা মেলেনি মানসী প্রকৃতির। অভিনেত্রী বলেছেন, ‘দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই সিনেমায় আমার অভিষেক হয়েছে। কিন্তু নানা কারণে নিয়মিত হতে পারিনি। তবে এবার নিজেকে পুরোপুরি প্রস্তুত করে কাজে নেমেছি। আর পিছু ফিরে না তাকিয়ে এখন থেকে নিয়মিত কাজ করব। আশা করছি, আদর আর আমার জুটিটা দর্শকের ভালো লাগবে।’

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে গাজীপুরের পুবাইলে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এরপর নতুন বছরের প্রথম দিকে দ্বিতীয় ধাপের শুটিং হবে মানিকগঞ্জ। একটানা কাজ করে শেষ হবে ‘অগ্নিশিখা’র শুটিং।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ