হোম > ছাপা সংস্করণ

ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম

আমতলী (বরগুনা) প্রতিনিধি

পারিবারিক বিরোধের জেরে আমতলীর চাওড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. নয়ন মাতুব্বরকে রড দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আমতলী পৌর শহরের হাসপাতাল সংলগ্ন এলাকায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে। আহত নয়নকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নয়নের সঙ্গে দীর্ঘদিন ধরে একই পাতাকাটা গ্রামের তাঁর চাচাতো ভাই মো. জুয়েল মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এই প্রেক্ষাপটে রোববার রাতে নয়ন তাঁর এক আত্মীয়কে দেখতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। একপর্যায়ে আব্দুল্লাহ নামের এক লোক তাঁকে ডেকে হাসপাতাল সংলগ্ন এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে জুয়েল মাতুব্বর তাঁর সহযোগী ছালাম মাতুব্বর, বায়েজিদ মাতুব্বর, ইমরান ও নুরু হাওলাদারসহ কয়েকজনকে নিয়ে অবস্থান করছিলেন। তাঁরা রড দিয়ে পিটিয়ে নয়নের একটি পা ভেঙে দেন এবং রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয় বাসিন্দারা নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

নয়নের ভগ্নিপতি সোহেল হাওলাদার বলেন, ‘আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

মোবাইলে জানতে চাইলে জুয়েল মাতুব্বর সাংবাদিক পরিচয় পেয়েই লাইন কেটে দেন। এরপর বারবার চেষ্টা করলেও তিনি মোবাইল ধরেননি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন বিশ্বাস বলেন, ‘ওই রোগীর পা ও মাথাসহ বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। অবস্থা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেবাচিম হাতপাতালে পাঠানো হয়।’

সন্ধ্যা ছয়টার দিকে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনা জেনেছি। তবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ