পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ‘স্পেশাল ডে’ উদ্যাপন করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করেন ব্যবসায়ীরা।
গতকাল বুধবার সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে একটি অভিজাত আবাসিক হোটেলের হলরুমে আলোচনা সভায় মিলিত হন ব্যবসায়ীরা। টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ টুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের, টোয়াবের প্রেসিডেন্ট রাফিউজ্জামান ও কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আবদুল বারেক মোল্লা।
এ ছাড়া দিনব্যাপী সৈকতে হাডুডু খেলা, হাঁস ধরা ও নানা ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছেন ব্যবসায়ীরা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। বক্তারা এই উৎসবের প্রশংসা করে পর্যটকদের সেবার মান আরও বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।