তৃতীয় ধাপে পাথরঘাটা উপজেলার রায়হানপুর, নাচনাপাড়া, চরদুয়ানী ও সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় পাথরঘাটার ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল পুলিশের অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ।
গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সব ইউপির চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে ধরেন এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ব্যক্ত করেন।