বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ শিল্পকলা একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল কুমার পাল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, প্রেস ক্লাব সদস্য অসিত রঞ্জন দেব।