অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাউথ বাংলা ব্যাংকের পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন।
পাঁচ আসামি হলেন সাউথ বাংলা ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ অফিসার নজরুল ইসলাম, ব্যাংকটির খুলনা শাখার সাবেক এমটিও তপু কুমার সাহা, বিদ্যুৎ কুমার মণ্ডল ও মারিয়া খাতুন।
অর্থ আত্মসাতের অভিযোগে সাউথ বাংলার সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন এবং তাঁর সহযোগী তপুসহ সাতজনের বিরুদ্ধে গত ২১ অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।