হোম > ছাপা সংস্করণ

এসপিকে প্রত্যাহার করার দাবি সাংবাদিকদের

জামালপুর প্রতিনিধি

জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে গতকাল সোমবার জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পুলিশ সুপারের প্রত্যাহার দাবিতে সোমবার দুপুর ১২টার দিকে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা শহর ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সমাবেশে যোগ দেন জেলা রিপোর্টার্স ক্লাব জামালপুরের নেতা সদ্যরা।

এ সময় বক্তারা বলেন, এই পুলিশ সুপার প্রত্যাহারের আন্দোলনকে দমিয়ে রাখতে পুলিশ নানা রকম তৎপরতা চালাচ্ছেন। গতকাল রাতে অনেক সাংবাদিককে ডেকে নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাউকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলে, সকল সাংবাদিক স্বেচ্ছায় কারাবরণ করা হবে। এসপির প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

সমাবেশে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকি, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, বজলুর রহমান, মুখলেছুর রহমান, জামালপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক মো. সুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুকুল রানা ও এম সুলতান আলম, জেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ