অনুদানের সিনেমা ‘বিলডাকিনি’তে অভিনয় করার কথা কলকাতার পার্নো মিত্রের। কিন্তু করোনাক্রান্ত হওয়ায় আসতে পারছিলেন না তিনি। অবশেষে পার্নো এলেন বাংলাদেশে। নওগাঁয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে অংশ নিলেন শুটিংয়ে। ১২ জানুয়ারি থেকে সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম। আর পার্নো যোগ দিয়েছেন ১৮ জানুয়ারি। সিনেমাটি নির্মাণ করছেন ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, ‘আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতেও হবে শুটিং। ২৫ জানুয়ারি পর্যন্ত আমরা এখানেই থাকব। আমাদের প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ।’