হোম > ছাপা সংস্করণ

মুখমণ্ডলে চেতনানাশক স্প্রে ছিটিয়ে ছিনতাই

বরগুনা প্রতিনিধি

বরগুনায় অভিনব কৌশলে মুখমণ্ডলে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে এক নারীর টাকার ব্যাগ ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারীর নাম মাসুমা বেগম। তিনি বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি একই এলাকার আবদুল মোতালেবের স্ত্রী।

ভুক্তভোগী মাসুমা জানান, মঙ্গলবার বিকেলে কেনাকাটা করার জন্য তিনি বরগুনা শহরে আসেন। বিকেল ৫টার দিকে কেনাকাটার জন্য তিনি প্রেসক্লাব সংলগ্ন সদর সড়কের একটি দোকানে ঢোকেন। দোকান থেকে বের হওয়ার পরই চারজন তরুণ তার মুখমণ্ডলে স্প্রে ছিটিয়ে দেয়। তড়িঘড়ি করে তিনি প্রেসক্লাবের নিচে শাহেদ ইলেকট্রনিক নামের একটি দোকানে ঢোকেন। তিনি দোকান মালিক মিজানুর রহমানের কাছে ব্যাগটি রাখেন। এ সময় তরুণেরা তার পিছু নেয়। তারা দোকান থেকে ডেকে ওই নারীকে বাইরে নিয়ে যান। পরে তরুণদের একজন দোকানে এসে ওই নারীর ভাই পরিচয় দিয়ে ব্যাগটি নিয়ে চলে যায়।

দোকান মালিক মিজানুর রহমান বলেন, ‘দোকানে ব্যাগ রাখার পর ওই নারীর আচরণ অস্বাভাবিক ছিল।’

সন্ধ্যার দিকে মাসুমা বেগম বরগুনা প্রেসক্লাবে এসে বিষয়টি জানান। তিনি জানান, তরুণেরা তার ২টি স্বর্ণের আংটি, ২টি কানের দুল, ১টি মোবাইল, ৭০০ টাকার ওষুধ ও ব্যাগে রাখা বেশ কিছু চাবি নিয়ে গেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ছিনতাইকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ