ঘাটাইলে পৌরসভা নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা পরিষদের মিলনায়তনে গতকাল সোমবার বিকেলে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন।
সভায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ও রিটার্নিং অফিসের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সব প্রার্থী সমান সুবিধা ভোগ করবেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আতাউল গণি বলেন, ‘এখন পর্যন্ত ঘাটাইল পৌরসভা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।। শেষ পর্যন্ত এ পরিস্থিতি বজায় থাকবে বলে আশা করি। সবার সমন্বয় ও অংশগ্রহণে সুষ্ঠু ও ত্রুটিমুক্ত একটি নির্বাচনের আয়োজন করা হবে।’
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।