শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১১ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৯২৫ টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল বুধবার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের থিরুপাড়া লঞ্চঘাট ও চরভাগায় হুগলী নদীর ওপরে ৯০ মিটার গার্ডার সেতুটির নির্মাণকাজ উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
উদ্বোধন অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যত প্রজন্মের জন্য বাংলাদেশকে বাস যোগ্য করে যেতে চান। তিনি ২১০০ সালে বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনাও করছেন। তখন আমি আপনি কেউ থাকব না, কিন্তু প্রধানমন্ত্রী সেই পরিকল্পনা করে রেখেছেন। নড়িয়া, সখিপুরের মানুষ সৌভাগ্যবান। প্রধানমন্ত্রীর কাছে আপনাদের নির্বাচিত এমপি হিসেবে আমি আবেদন করেছিলাম, পরে শরীয়তপুর শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় দিয়েছেন তিনি।’