মধ্য রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের একটি আবাসিক হলে রহস্যজনক চুরি হয়েছে। এ সময় দুটি মোবাইল ফোন চুরি হয়। তবে চুরিতে জড়িতদের নিয়ে প্রশ্ন উঠেছে।
হলের আবাসিক শিক্ষার্থীদের দাবি, হলের বাইরে থেকে এসে চুরি করে সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছে চোরেরা। তবে হল কর্তৃপক্ষের দাবি, সীমানা প্রাচীর টপকানোর সুযোগ নেই। হলে অবস্থানরতদের কেউ চুরি করতে পারে।
গত শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে আড়াইটার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ২৪০ ও ৪২৬ নম্বর কক্ষ থেকে দুইটি মোবাইল ফোন চুরি যায়। এ সময় ১২৫ নম্বর কক্ষে চুরি করতে গেলে সেই কক্ষের বাসিন্দারা সজাগ হয়ে গেলে চোর পালিয়ে যায়।
হলের আবাসিক ছাত্রী তামান্না প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘মোবাইল ফোন চুরি যাওয়া একজনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি রুম থেকে পাঁচ মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলেন। এসে দেখেন ফোন নেই। বের হয়ে বারান্দায় এসে দূর থেকে একজনকে দ্রুত চলে যেতে দেখেন।’
ওই ছাত্রী বলেন, ওই ব্যক্তিকে নিচ তলার আরেকজন দেখে চিৎকার দিলে সে দৌড়ে বারান্দার ওপর দিয়ে টপকে চলে যায়। এরপর ওপর তলার একজন দেখেন, হলের বাইরের প্রাচীরের দিকে একজনকে দৌড়ে যেতে দেখেন। গতকাল রোববার দুপুরে ওই দেয়ালে তাঁরা লোহার শিকে আটকে থাকা একটি চাদর পান।
হলের শিক্ষার্থীদের দাবি, এটা পুরুষ চোরের কাজ। নারীর বেশ ধরে চুরি করতে আসে।