হোম > ছাপা সংস্করণ

পাসপোর্ট দালালির অভিযোগে গ্রেপ্তার ৯

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা থেকে পাসপোর্ট দালালির অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিযানে বিপুল পরিমাণ পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র ও নগদ অর্থ জব্দ করা হয়। র‍্যাব-১১, সিপিসি-২-এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দুপুরে কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া এবং সদর দক্ষিণ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে পাসপোর্ট দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৪টি পাসপোর্ট, নগদ ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা, ৭২৮টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার দাউদকান্দি বাজার গ্রামের মো. মিজানুর রহমান (৪৯), বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের মো. আলাউদ্দিন (৩৫), সদর উপজেলার ছোবিরা গ্রামের জহিরুল হক (৪০), দেবিদ্বার উপজেলার ছোবরা গ্রামের মো. রনি (২৩), সদর উপজেলার শাসনগাছা গ্রামের মো. মোশারফ হোসেন শফিক (১৯), ছোটরা গ্রামের মো. জামাল মিয়া (৫৫), সদর দক্ষিণ থানার দয়াপুর গ্রামের মো. আলাউদ্দিন (১৯), সদর দক্ষিণ থানার রাজাপুর গ্রামের জাহিদুল ইসলাম (১৯) ও সদর উপজেলার গুনানন্দি গ্রামের মো. নাছির (২৬)।

র‍্যাব জানায়, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ