হোম > ছাপা সংস্করণ

‘অনেক নেতার পা ধরে কেঁদেছি, কেউ আমার ছেলেকে বাঁচায়নি’

‘আমার ছেলে নয়নকে আওয়ামী লীগ অফিসে অবরুদ্ধ করে রাখছে খায়রুল ইসলাম মীর। এমন খবর পাওয়ায় সঙ্গে সঙ্গে আমিসহ আমার বড় ছেলে মানিককে সঙ্গে নিয়ে চলে যাই কাওরাইদ বাজারে। আওয়ামী লীগ অফিসের কাছে আমি যেতে পারিনি। কারণ খায়রুল বাহিনীর লোকজন অফিসের চারপাশে ঘিরে রেখেছে।’

গতকাল শুক্রবার দুপুরে কথাগুলো বলছিলেন গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নে ক্রিকেট খেলার দ্বন্দ্বে নিহত নয়ন শেখের মা মনোয়ারা বেগম।

নিহতের মা আরও বলেন, ‘এরপর দৌড়ে পাশের দোকানে বসে থাকা ইউপি সদস্যসহ একাধিক নেতার পায়ে ধরে আহাজারি করে কেঁদেছি, আমার ছেলেকে বাঁচানোর জন্য। কিন্তু কেউ আমার কথা শোনেনি। একটু পরে শুনতে পারি আমার ছেলেকে ওঁরা খুন করে চলে গেছে। এরপর আমি আর আমার ছেলে অন্ধকারের ডাকাডাকি করতে থাকি নয়নকে। কীভাবে আমার ডাকে সাড়া দেবে নয়ন? ওরা তো তাঁর মৃত্যু নিশ্চিত করে চলে গেছে।’

নিহত বড় ভাই রতন শেখ বলেন, ‘শুক্রবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে নয়নকে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করেছি।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আজিজ বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার কারও অধিকার নেই। প্রকাশ্যে এ ধরনের নিন্দনীয় হত্যা কাণ্ডের বিচার চাই। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করছি।’

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘এ পর্যন্ত মামলা হয়নি। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে পুকুরের পানিতে পিটিয়ে হত্যা করা হয় নয়ন শেখকে। নয়ন শেখ ছাত্রলীগ করতেন বলে জানা গেছে। তাঁকে হত্যার প্রধান অভিযুক্ত খায়রুল ইসলাম মীর যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ