ফেনীতে আবু বকর নামে এক ব্যক্তির নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিলসহ তাঁর কবর মুক্তিযোদ্ধা হিসেবে পাকাকরণ কাজের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট বাজারে এ মানববন্ধন করে এলাকাবাসী।
সদর উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুল হকের সভাপতিত্বে এতে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জিয়াউল হকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীসহ এলাকাবাসীরা এ মানববন্ধনে অংশ নেন।
এ সময় তাঁরা বলেন, মুক্তিযোদ্ধা তালিকা থেকে তাঁর নাম সরানোসহ মুক্তিযোদ্ধা প্রকল্পের টাকা দিয়ে চিহ্নিত রাজাকারের কবর পাকা করায় শহীদ মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। তাই অবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবীসহ এ কাজে জড়িতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া আহবান জানান বক্তারা।