বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে এক মাদ্রাসাশিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। জানা গেছে, ৮ জানুয়ারি উপজেলার গোবিন্দপুর গ্রামের এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার সকালের দিকে ওই মাদ্রাসাশিক্ষকের বাবা ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মাদ্রাসাশিক্ষক সওকত হোসেন (২২) উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, সওকত হোসেন ঢাকায় একটি মাদ্রাসার শিক্ষকতা করেন। পারিবারিক কাজে ছুটি নিয়ে এক সপ্তাহ আগে বাড়ি আসেন। এ অবস্থায় জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে আশাদুল ইসলাম ও তাঁর লোকজন ৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে রাস্তায় সওকত হোসেনকে পিটিয়ে হত্যার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় গতকাল সওকতের বাবা আশাদুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে শিক্ষকের বাবা খোদা বক্স সেখ বলেন, প্রতিপক্ষের অত্যাচারে পরিবার নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন।
আশাদুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তবে জমি নিয়ে বিরোধের জের ধরে সওকত হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রিপন মিয়া বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’