মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক দেয়ালচিত্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে নরসিংদীর বেলাব উপজেলার ঐতিহ্যবাহী ধুকুন্দী ক্যাডেট কোর উচ্চবিদ্যালয়ের দেয়ালে আঁকা দেয়ালচিত্র উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সভাপতি ভাস্কর অলি মাহমুদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কবি মো. আক্তার হোসেন শাহিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন নিলু, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল হকসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
দেয়ালচিত্রকে কেন্দ্র করে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। দেয়ালচিত্র অংকন নিয়ে বিদ্যালয়ের সভাপতি ভাস্কর অলি মাহমুদ বলেন, ‘আমাদের বর্তমান ও আগামী প্রজন্মকে ৫২ এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে জানার ও স্মরণের সুযোগ তৈরির জন্যই আমাদের এই উদ্যোগ।