হোম > ছাপা সংস্করণ

ভারতে শহরের নাম বদলের হিড়িক

কলকাতা প্রতিনিধি

ভারতে বিভিন্ন শহরের নাম বদলের ধারা অব্যাহত রয়েছে। ধারাবাহিকভাবে ঐতিহাসিক অনেক শহরের নাম বদলে চলেছেন দেশটির নেতারা। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর ধর্মীয় মেরূকরণও এই নাম বদলে বড় ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে। নাম বদলের তালিকায় নতুন সংযোজন উত্তর প্রদেশের অযোধ্যাসংলগ্ন ফৈজাবাদ রেলস্টেশন হয়ে এখন উঠেছে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন। বিতর্কিত অযোধ্যা নামে আগেই একটি রেলস্টেশন হয়েছে। এবার ফৈজাবাদেও নাম বদলে গেল।

কলকাতার নাম ঠিক থাকলেও ইংরেজিতে হয়ে গেছে ‘ক্যালকাটা’। ডেল্লি হয়েছে দিল্লি। তেমনি ঐতিহাসিক বোম্বে শহরের নাম এখন মুম্বাই। মাদ্রাজ বদলে হয়েছে চেন্নাই। গৌহাটিকে এখন লোকে গুয়াহাটিই বলতে শুরু করেছেন।

ধর্মীয় কারণেও ভারতে শহরের নাম বদল হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। এলাহাবাদ রেলস্টেশনের নাম বদলে হয়েছে প্রয়াগরাজ স্টেশন। ইসলামপুর স্টেশনেরও নাম বদলের চেষ্টা করেছিলেন হিন্দুত্ববাদী নেতারা। কিন্তু তৃণমূলের বিরোধিতায় তাঁদের চেষ্টা সফল হয়নি।

আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্যের মতে, ‘ধর্মীয় উন্মাদরা বাঙালি জাতিকেই ধ্বংস করতে চায়। তাই স্টেশনের নাম ধর্মের কারণে বদলালেও, ঐতিহাসিক যুক্তি সাম্প্রদায়িক শক্তিকে বিন্দুমাত্র প্রভাবিত করে না।’

পশ্চিমবঙ্গ রাজ্যেরও নাম বদলের প্রস্তাব বিধানসভায় পাস হয়েছে। ‘বাংলা’ করা হয়েছে রাজ্যটির নতুন নাম। কিন্তু তা ভারত সরকার এখনো অনুমোদন দেয়নি নতুন নামকরণের।

আবার ভারত এখনো ইংরেজিতে ‘ইন্ডিয়া’ নামেই পরিচিত। হিন্দিভাষীরা অনেকেই ভারতকে ‘হিন্দুস্তান’ বলে সম্বোধন করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ