হোম > ছাপা সংস্করণ

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকাদান ডিসেম্বরের মধ্যে

বান্দরবান প্রতিনিধি

করোনাভাইরাস থেকে সুরক্ষায় দেশজুড়ে সরকারের টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে চলতি মাসের মধ্যেই বান্দরবানের ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছিল। ইতিমধ্যে ৩৯ ভাগকে টিকা দেওয়া শেষ হয়েছে। তবে ডিসেম্বরের শেষ নাগাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে সরকার ঘোষিত ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে বান্দরবানে । বর্তমানে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পর্যাপ্ত করোনা সুরক্ষা টিকা মজুত রয়েছে বলে জানা গেছে। এই তথ্য নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানিয়েছেন, টিকার কোনো সমস্যা বা সংকট নেই।

সিভিল সার্জন জানান, বান্দরবানে ১২ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমানে শুধু জেলা সদরে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা আজকের পত্রিকাকে বলেন, বান্দরবানে বর্তমানে পর্যাপ্ত করোনা সুরক্ষা টিকা মজুত রয়েছে। টিকা নিয়ে কোনো সংকট বা সমস্যা নেই। করোনা থেকে সুরক্ষায় তিনি সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, করোনা শেষ হয়ে গেছে এটা ভাবার সময় এখনো আসেনি। করোনা কিছুটা স্তিমিত। বর্তমানে করোনার নতুন ধরন পাওয়া গেছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে মাস্ক আহ্বানে জানান সিভিল সার্জন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ