নগরীর পাঁচলাইশে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়।
পরে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে ওই ১০ জনকে হাজির করা হয়। এ সময় আসামিরা আদালতে দোষ স্বীকার করেন। পরে আদালত প্রত্যেককে ৩০০ টাকা জরিমানা ও অনাদায়ে দুদিনের কারাদণ্ড দেন।
আটকদের মধ্যে পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি আবদুল আল আহাদ রয়েছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন নারী রয়েছেন। মানব পাচার আইনে মামলা করার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।