চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের রাজৈরের ৬টি ইউপিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন ৬টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪১ জন, সংরক্ষিত নারী আসনে ৬২ জন, সাধারণ সদস্য পদে ১৭১ জন মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে কমদবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইশিবপুর ইউপিতে চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দেন। হরিদাসদী-মহেন্দ্রদী ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাজিতপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন। পাইকপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন এবং কবিরাজপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। ৬টি ইউপিতে মোট ৫৫টি কেন্দ্রের ২৪৮টি বুথে ভোট নেওয়া হবে।
এসব ইউপিতে মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৩১০ জন এবং নারী ভোটারের সংখ্যা ৪২ হাজার ২৮ জন।