হোম > ছাপা সংস্করণ

পৃথ্বীরাজের সংগীতে শেষ গান

তরুণ সম্ভাবনাময় ও মেধাবী সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী ছিলেন পৃথ্বীরাজ। ২০১৯ সালে মাত্র ৩৪ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চলে যান না-ফেরার দেশে। তাঁর সৃষ্টি অনেক গান আজও মানুষের মুখে মুখে। আজ মুক্তি পেতে যাচ্ছে পৃথ্বীরাজের সংগীতায়োজনের শেষ গান ‘‌হৃদয়ের এ-কূল ও-কূল’। রবীন্দ্রসংগীতটি ব্যবহার করা হয়েছে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন জানে ইশরাত। পরিচালক অঞ্জন আইচ এই তথ্য নিশ্চিত করেছেন। অঞ্জন আইচ বলেন, ‘এটা ভাবতেই কেমন যেন লাগছে, পৃথ্বীরাজের করা গান প্রকাশিত হচ্ছে, অথচ তিনি নেই! এই ছবিতে একসঙ্গে আমাদের আরও একটি গান তৈরির কথা ছিল। কিন্তু তা আর হলো না।’

অঞ্জন আইচ আরও বলেন, ‘এই ছবির গান নিয়ে যখন কথা হচ্ছিল, তখন রবীন্দ্রসংগীতের প্রস্তাবটি দিয়েছিলেন পৃথ্বীরাজ। ডেমো তৈরির পর আমার খুব ভালো লাগে। যেদিন তিনি মারা যান, সেদিন স্টুডিওতে যাওয়ার কথা ছিল আমার। ফোন করেও তাঁকে পাইনি। পরদিন জানতে পারি, আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছেন পৃথ্বীরাজ!’

মাসুম মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত, অঞ্জন আইচ রচিত ও পরিচালিত ‘আগামীকাল’ সিনেমায় এই গানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী সূচনা আজাদ। ‘হৃদয়ের এ-কূল ও-কূল’ গানটি প্রকাশ পাচ্ছে আজ সন্ধ্যা ৭টায় টুটুল চৌধুরী নামের ফেসবুক পেজে এবং টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল। আগামী ৪ মার্চ সারা দেশে মুক্তি পাবে ‘আগামীকাল’।

রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান দিয়ে আলোচনায় আসা পৃথ্বীরাজের প্রথম অ্যালবাম ‘ডট’ প্রকাশিত হয় ২০১১ সালে। উচ্চাঙ্গসংগীতে দখলের জন্য সংগীতপ্রেমীদের প্রিয় হয়ে উঠেছিলেন দ্রুত।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ