হোম > ছাপা সংস্করণ

১৮ বছর পর সম্মেলন আজ

পটুয়াখালী প্রতিনিধি

দীর্ঘ ১৮ বছর পর পটুয়াখালীর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হচ্ছে আজ শনিবার। সকাল ১০টায় শহীদ আলাউদ্দিন শিশুপার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে নেতা–কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ সম্মেলন কেন্দ্রের আশপাশে শোভা পাচ্ছে বিভিন্ন নেতার ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন।

সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এতে বিশেষ অতিথি হিসেবে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে সম্মেলনকে ঘিরে সংগঠনের ঝিমিয়ে পড়া নেতা–কর্মীরা ইতিমধ্যে চাঙা হয়ে উঠেছেন। সম্মেলন সফল করার জন্য চলছে তোড়জোড়। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা নিজেদের পক্ষের পাল্লা ভারী করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জানা যায়, সর্বশেষ ২০০৩ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছাসেবক লীগের পটুয়াখালী জেলা কমিটি গঠিত হয়। ৫৩ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদ মিয়া ও সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট উজ্জ্বল বোস। ২০১০ সালের ৩১ মে শহিদ মিয়া মৃত্যুবরণ করলে সংগঠনের সহসভাপতি শাহানুর হক ব্যাপারীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। অন্যদিকে জেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল বোস ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৯ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মূল দলের সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়েন।

জানা গেছে, সংগঠনের সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। এর মধ্যে সভাপতি পদপ্রার্থী হিসেবে বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি শাহানুর হক ব্যাপারী, সদর উপজেলা কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রেজা ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি উজ্জ্বল সিকদার রয়েছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রিফাত হাসান সজিব ও পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান পারভেজের নাম শোনা যাচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ