হোম > ছাপা সংস্করণ

ভোট চাইতে গিয়ে সদস্য প্রার্থী লাঞ্ছিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের সাধারণ সদস্য প্রার্থী শাহাদত হোসেন ও তাঁর সঙ্গী দুর্গাপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী পুট্টু ভোট চাইতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

দুর্গাপুরের আমগাছী বাজারে গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এরপর গণসংযোগ বাদ দিয়ে ফিরে যান শাহাদত ও কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদত ও জুলফিকার স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের কাছে ভোট চাইতে রাতে আমগাছী বাজারে যান। এ সময় মসজিদের জন্য প্রতিশ্রুত সিমেন্ট না দেওয়ায় তাঁদের ওপর চড়াও হন ঝালুকা ইউপির সাবেক চেয়ারম্যান মোজাহার আলী মণ্ডল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শাহাদত ও জুলফিকারকে লাঞ্ছিত করা হয়।

যোগাযোগ করা হলে জুলফিকার বলেন, ‘মোজাহার আলী আমাকে লোকজনের মধ্যেই থাপ্পড় মারতে উদ্ধত হন। এ সময় তাঁর লোকজন আমাদের লাঞ্ছিত করেন। আমি ঠিকাদারি ব্যবসা করি। ওই ইউনিয়নে তিনটি কাজ করেছি। লোকজন যা চেয়েছে, সাধ্যমতো দাবি পূরণ করেছি। তিনি কবে আমার কাছে ১০ ব্যাগ সিমেন্ট চেয়েছিলেন, মনে নেই। ভোটের প্রতিহিংসার কারণে তিনি ও তাঁর লোকজন আমাদের অপদস্থ করেছেন।’

এ বিষয়ে জানতে মোজাহার আলীর ফোনে একাধিকবার কল ও মেসেজ দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ