বেলারুশের পূর্ব সীমান্তে অভিবাসীদের প্রবেশ আটকে দিয়েছে পোল্যান্ড। এরই মধ্যে পোল্যান্ডের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটি জানিয়েছে, পথে হাজার হাজার মানুষ বেলারুশ থেকে পোল্যান্ডে প্রবেশ করতে সীমান্তের দিকে আসছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। গত সোমবার পোল্যান্ড সরকার এ নিয়ে একটি বৈঠক ডাকে। এরই মধ্যে সীমান্ত অঞ্চলে ১২ হাজার সেনা মোতায়েন করেছে। সীমান্তে গোলাগুলির শঙ্কা প্রকাশ করেছে দেশটি।