হোম > ছাপা সংস্করণ

অবশেষে গাড়িচালক নিয়োগ দিচ্ছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবশেষে গাড়িচালকের ৩২টি শূন্য পদে লোকবল নিয়োগের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর পর চালকের বিচারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। অভিযোগ ওঠে, দক্ষ চালক না থাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ি চালাচ্ছেন পরিচ্ছন্নতা ও মশককর্মীরা। খোঁজ নিয়ে এমন অভিযোগের সত্যতাও মিলেছে। জানা গেছে, ডিএসসিসির নিজস্ব গাড়ি রয়েছে ৫৯১টি। কিন্তু চালক রয়েছেন মাত্র ২২৫ জন। ৩৩৭টি ভারী যানবাহনের বিপরীতে চালক আছেন ১১০ জন। দৈনিক চুক্তিভিত্তিক চালক রয়েছেন আরও ২৬ জন। চালকের সংকট থাকায় অদক্ষ চালকদের দিয়ে বেশির ভাগ গাড়ি পরিচালনা করা হতো।

সংশ্লিষ্টরা জানান, দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর পর অস্থায়ী চালকেরা পালিয়ে যান। এতে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট দেখা দেয়। এ সমস্যা সমাধানের জন্য দ্রুত চালক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, ডিএসসিসির ভারী গাড়ি চালানোর জন্য জনবলসংকট কাটাতে চলতি বছর প্রথম ধাপে ৫০ জনকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন করে ৩২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য শূন্য পদও পূরণ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ