বর্তমান বিশ্বে চীন সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির দেশ। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চীনের বেশ কয়েকটি ইউনিভার্সিটি স্থান দখল করে আছে। সারা বিশ্ব থেকেই এখন চীনে প্রচুর স্টুডেন্ট পড়তে আসছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ, চীনা সরকার বিদেশি স্টুডেন্টদের এখানে পড়াশোনার জন্য স্কলারশিপ দিচ্ছে। স্কলারশিপের কারণে শিক্ষার্থীরা অনেক কম খরচে পড়াশোনা করতে পারে।
চীনের বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
চীনাদের গর্বের প্রতীক
পশ্চিমা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর আদলে পরিচালিত চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়। রাজধানী বেইজিংয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের বয়স শত বছরেরও বেশি। গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে এ বিশ্ববিদ্যালয় চীনাদের গর্বের প্রতীক। বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনার সুযোগ পাওয়াও অনেক সৌভাগ্যের বিষয়। তাই তো আন্তর্জাতিক শিক্ষার্থীরা উন্মুখ থাকেন একটি স্কলারশিপের জন্য।
আবেদনের যোগ্যতা
আবেদনের শেষ তারিখ
২০ সেপ্টেম্বর, ২০২২
অনুবাদ: মুসাররাত আবির