সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হিন্দু পরিবারের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর গতকাল শনিবার সকালে তাঁর পলাশপোলের বাড়িতে ব্যক্তিগতভাবে এ সহায়তা দেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির উপদেষ্টা ডা. সুশান্ত ঘোষ, এ্যাড. তাপস ব্যানার্জি, সম্ভু কুমার দে, তপন হালদার, প্রদীপ বসু প্রমুখ।
এ সময় পৌর কাউন্সিলর সাগর বলেন, ‘ধর্ম যারযার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে। পূজার আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছর দুর্গাপূজায় আমি ব্যক্তিগতভাবে গরিব সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি।’