বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত প্রথম কলকাতার সিনেমা ‘মায়া’। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন মিথিলা।
পরিচালক রাজর্ষী দে। ভারতের তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে শনিবার। নিজেদের সিনেমা নিয়ে নির্মাতা রাজর্ষীর সঙ্গে উৎসবে হাজির হয়েছিলেন মিথিলা।
দর্শকদের সঙ্গে বসে ‘মায়া’ দেখেছেন তাঁরা, দিয়েছেন দর্শকদের বিভিন্ন কৌতূহলের জবাব। গতকাল আরেকটি সুখবর দিলেন মিথিলা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে তাঁর অভিনীত আরেকটি সিনেমা ‘নীতিশাস্ত্র’।