নোয়াখালীর চাটখিলে আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বর্তমান চেয়ারম্যান বাহার আলম মুন্সির বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে পরকোট ইউনিয়নে এ বৈঠক হয়।
পরকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল বাশার খায়েরের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, বর্তমান ইউপি চেয়ারম্যান ও নৌকার মাঝি বাহার আলম মুন্সি। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন ও জাতীয় পার্টির সভাপতি আবুল হাসান কুসুম, দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শফিকুর রহমান ছুট্টু, মো. আলাউদ্দিনসহ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান বাহার আলম মুন্সি একজন সৎ ও যোগ্য প্রার্থী। তাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাহার আলম মুন্সীকে পুনরায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের সার্থে বিজয়ী করতে হবে।