রাঙামাটির কাপ্তাই উপজেলার সড়র ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সজিবুর রহমান সজিব হত্যা মামলার আসামি আব্দুল মালেক ফকিরকে (৬৬) গত বুধবার সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার মালেককে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
ওসি নাসির জানান, ইউপি সদস্য সজিব হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল মালেক ফকির পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) আকতার হোসেনের নেতৃত্বে একটি টিম সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে কাপ্তাই থানায় নিয়ে আসেন।
এ নিয়ে সজিবুর রহমান হত্যা মামলার মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।