হোম > ছাপা সংস্করণ

আজ সখীপুর উপজেলা আ.লীগের সম্মেলন

সখীপুর প্রতিনিধি

সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ মাঠে বেলা ১১টার দিকে সম্মেলন শুরু হবে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সম্মেলনের উদ্বোধন করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এ ছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মির্জা আজম ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম সম্মেলনে উপস্থিত থাকবেন।

এদিকে সম্মেলন ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। ব্যানার-ফেস্টুনে ভরে গেছে উপজেলার প্রধান প্রধান সড়ক ও অলিগলি। সাজসাজ রব বিরাজ করছে উপজেলাজুড়ে। দলের শীর্ষ দুটি পদে নতুন নেতৃত্ব আসছে নাকি থাকছেন পুরোনোরাই এ নিয়ে সর্বত্র আলোচনা চলছে।

উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্মাণ করা হয়েছে ছয় হাজার আসন বিশিষ্ট প্যান্ডেল। বিশ হাজার ডেলিগেট ও কাউন্সিলরের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ