হোম > ছাপা সংস্করণ

জামালপুরে বাড়ছে সংক্রমণ স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম

জামালপুর প্রতিনিধি

জামালপুরে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়লেও মানুষের মধ্যে নেই সচেতনতা। গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষায় ১৮ জন করোনা শনাক্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০টি নমুনা পরীক্ষায় ৩ জন এবং ৬ উপজেলায় ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি ৫১ জনের মধ্যে ১০ জন, ১ ফেব্রুয়ারি ৮১ জনের মধ্যে ১৯ জন, ৩১ জানুয়ারি ৬৬ জনের মধ্যে ১৫ জন, ৩০ জানুয়ারি ৫৭ জনের মধ্যে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জামালপুর স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলা সর্বমোট করোনা সংক্রমণ রোগীর সংখ্যা ৫ হাজার ৫৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২৭৭ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ২৯৮ জন। আর জামালপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৩ জন।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, জামালপুরে করোনা আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যু হয়েছে ৯৬ জন। স্বাস্থা বিভাগের পক্ষ থেকে কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলেই নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের বুথে নমুনা প্রদানের জন্য বলা হয়েছে। এ ছাড়া ঘরের বাইরে বের হলে সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরার জন্য বলা হয়েছে। এখন সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জামালপুর জেলা শহরে চলাচলকারী জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যেই শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ চেক পোস্ট বসিয়ে মাস্ক না পড়ার জন্য জরিমানা করছে। জামালপুরে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন সংস্কৃতিকর্মী কবি সায্যাদ আনসারী। তিনি বলেন, করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন মানুষ। অথচ সাধারণ মানুষ নিজেরা সচেতন হচ্ছেন না। শহরের অটোরিকশাসহ সকল যানবাহনে চলাচলকারী যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছেন না। তাদের বেশির ভাগ মাস্ক ছাড়াই চলাচল করছে। তিনি জনসাধারণকে স্বাস্থ্যবিধির আওতায় আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। মানবাধিকারকর্মী সামাজিক আন্দোলনে সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, জামালপুরে করোনা নিয়ন্ত্রণে আসতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু প্রশাসনের এখানে দায় নেই। সাধারণ মানুষকে নিজের স্বাস্থ্য নিয়ে নিজেদের সচেতন হওয়া উচিত। তিনি বলেন, অনেকেই ইচ্ছে করে মাস্ক ছাড়াই বাইরে বের হচ্ছেন। জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। বাইরে বের হলে মাস্ক পরিধান করে বের হতে হবে। এ ছাড়া নিজ নিজ উদ্যোগে নমুনা পরীক্ষা করাতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ